চিরকুটে প্রশ্ন— রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন? খোলাখুলি বললেন সাদিয়া
অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল বিনোদন অঙ্গনে। তবে এতদিন দুজনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। অবশেষে একটি সাক্ষাৎকারে নিজেই মুখ খুললেন সাদিয়া। তার এই কথাতেই যেন মিলল সেই গুঞ্জনের সত্যতার আভাস।
সম্প্রতি দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যমের আয়োজিত একটি বিনোদনমূলক শোতে অংশ নেন সাদিয়া আয়মান। শোটির মজার নিয়ম ছিল—একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে হবে। ঠিক সেখানেই অভিনেত্রীর হাতে উঠে আসে একটি চিরকুট, যেখানে লেখা ছিল, নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?
প্রশ্নটি পড়েই মুচকি হাসলেন সাদিয়া। তারপর হালকা লজ্জিত হাসিতে উত্তর দিলেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’
উপস্থাপক আবারও জানতে চান, ‘তাহলে বিষয়টা কতটা সত্যি?’
জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, ‘আমি ব্লাশ করতেছি, এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দেই। এটাই আমার ভালো লাগা।’
এরপর কিছুটা গম্ভীর হয়ে অভিনেত্রী যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।’
তবে এতদিন পর নিজের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেও নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সাদিয়া আয়মান ১৯৯১ সালের ১৭ মার্চ; যিনি মূলত বাংলাদেশী টেলিভিশন নাটক এবং ঢালিউড সিনেমায় কাজ করেন। তিনি ইমরাউল রাফাত পরিচালিত 'টু বি ওয়াইফ' (২০১৯) চলচ্চিত্রের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক করেন , শিহাব শাহীন পরিচালিত 'মায়াশালিক' (২০২২) চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য বিসিআরএ পুরস্কার অর্জন করেন এবং গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত 'কাজলরেখা' (২০২৪) চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দার চলচ্চিত্রে অভিষেক করেন।