কী কারণে ভয় পাচ্ছেন ‘সাইয়ারা’র নায়িকা অনীত?
বলিউডে আত্মপ্রকাশেই বাজিমাত করেছেন অনীত পাড্ডা। তার অভিনীত ‘সাইয়ারা’ ইতিমধ্যেই বছরের অন্যতম ব্লকবাস্টার ছবির স্বীকৃতি পেয়েছে। চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। চরিত্রের অভিনয়ে যেমন মন ছুঁয়েছেন, তেমনি সোশ্যাল মিডিয়াতেও পেয়েছেন ভক্তদের প্রচুর ভালোবাসা ও প্রশংসা।
তবে এত সাফল্যের মধ্যেও অনীতের মনে জায়গা করে নিয়েছে এক ধরনের আশঙ্কা। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবি শেয়ার করে তার অনুভূতির কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেখানে ভালোবাসার পাশাপাশি প্রকাশ করেছেন নিজের একান্ত ভয়ও।
অনীত লিখেছেন, “আমি আপনাদের সবাইকে ভালোবাসি। হয়তো আপনাদের প্রত্যেককে আমি চিনি না, কিন্তু আমি জানি, আমি আপনাদের সত্যিই ভালোবাসি। আপনারা যে অগাধ ভালোবাসা আমাকে এত উদারভাবে দিয়েছেন, আমি জানি না তা কীভাবে ফিরিয়ে দেব।”
তিনি আরও যোগ করেন, “এই মুহূর্তে আমি ভয় পাচ্ছি—পাঠকের বা দর্শকের সেই ভালোবাসা ও প্রত্যাশার ভার আমি ঠিকভাবে বহন করতে পারব কিনা। কিন্তু আমার যা কিছু আছে হোক না তা খুব ছোট—সবটুকু আমি আপনাদের জন্য উৎসর্গ করব। যদি আমার কাজ আপনাদের হাসায়, কাঁদায়, বা কোনো অনুভূতি জাগায়, তাহলে সেটাই আমার সার্থকতা। আমি হয়তো নিখুঁত নই, কিন্তু আমি চেষ্টা করে যাব, কারণ আমি আপনাদের ভালোবাসি।”
অনীতের এই আন্তরিক বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। অনেকে মন্তব্য করেছেন, তার কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে। কেউ কেউ অনীতকে তাদের ‘ক্রাশ’ বলছেন, আবার কেউ জানাচ্ছেন ভবিষ্যতের কাজের জন্য শুভকামনা।
একজন মন্তব্যে লেখেন, “আপনার এই কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে। আপনি যেভাবে আপনার অনুভূতি প্রকাশ করেছেন, তা খুবই খাঁটি ও সুন্দর। আমাদের ভালোবাসা আপনি যে সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন, তার জন্য ধন্যবাদ।”
সত্যিই, অনীত পাড্ডার এই মানসিক সততা ও ভালোবাসার প্রতি শ্রদ্ধাবোধ তাকে ভক্তদের আরও কাছের করে তুলেছে। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি হয়ে উঠেছেন একজন অনুপ্রেরণাদায়ী চরিত্র।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস