১৩ জুলাই ২০২৫, ২১:০০

যখন কেউ আমাকে ভাঙার চেষ্টা করে, তখন আমি আরও শক্ত হয়ে যাই: বাঁধন

আজমেরী হক বাঁধন  © সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন সবসময় খোলামেলা কথা বলার জন্য পরিচিত। এবার নিজের জীবনের সবচেয়ে গভীর অভিজ্ঞতা ও উপলব্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি। রবিবার (১৩ জুলাই) রাতে ফেসবুকে দেওয়া ওই পোস্টে বাঁধন লিখেছেন, খ্যাতি বা সফলতা নয়—আমি জীবনে সবচেয়ে বড় অর্জন মনে করি নিজের স্বাধীনতা ও সততা ধরে রাখার ক্ষমতাকে।

বাঁধন লিখেন, আমি বরাবরই আবেগপ্রবণ মানুষ। জীবনে অনেক কিছু অর্জন করেছি, তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে—আমি স্বাধীন এবং সৎ থাকতে পেরেছি।

তিনি লিখেন, জীবনে অনেক সময় এমন প্রলোভন এসেছে যা আমাকে আরও বেশি ক্ষমতা, সামাজিক গ্রহণযোগ্যতা কিংবা নিরাপত্তা দিতে পারত। কিন্তু আমি সবসময় বেছে নিয়েছি স্বাধীনতাকে। যে স্বাধীনতার স্বাদ একবার সত্যিকারভাবে কেউ পায়, সে আর কখনো পেছনে ফিরতে পারে না।

তিনি আরও লিখেন, একবার যারা মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, তারা একটু স্বাদ পেলেই সবটা চাইতে শুরু করে সেই 'সবটা'—সম্পূর্ণ স্বাধীনতা। হয়তো এই কারণেই কেউ কেউ আমাকে অপছন্দ করে। তারা আমার কথা বা কাজ নয়, বরং এটা মেনে নিতে পারে না যে, আমি বশ মানতে রাজি নই। এই পথ সহজ ছিল না। জীবনের বিভিন্ন ধাপে যখন কেউ আমাকে ভাঙার চেষ্টা করেছে, আমি তখন আরও শক্ত হয়ে গেছি কংক্রিটের মতো। এটা শক্তি নাকি দুর্বলতা জানি না, তবে জীবন আমাকে এটা শিখিয়েছে।