২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৪

জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া  © সংগৃহীত

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া একদিন কারাগারে থাকার পর জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অভিনেত্রীকে কারাগারে পাঠানো এবং জামিন না পাওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই বিষয়টিকে অস্বাভাবিক ও ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এ ঘটনায় নিজের উদ্বেগ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের অনেক তারকাই ফারিয়ার প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

প্রসঙ্গত, রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন: আছিয়ার রায় ১২ কার্যদিবসে, বাকি ধর্ষণ মামলাগুলোও কি ৯০ দিনে রায় পাবে?

জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা এলাকায় একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়। মামলায় বলা হয়, তারা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং সরকারপক্ষকে আর্থিক সহায়তা দিয়েছেন। বাদী এনামুল হক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ২৮৩ জন সদস্যসহ অজ্ঞাতনামা তিন-চারশ’ ব্যক্তিকে আসামি করেন।

এই মামলার ভিত্তিতে গত ২৮ এপ্রিল আদালতের আদেশে ভাটারা থানায় মামলা নথিভুক্ত হয়। মামলার আসামিদের তালিকায় রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও জায়েদ খানও।

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া পরে উপস্থাপনায় নাম লেখান। নাটকে অভিনয় করলেও বড়পর্দায় তার অভিষেক ঘটে ২০১৫ সালে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই তিনি দারুণ প্রশংসা কুড়ান।