৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ৪০তম বিসিএস-এর বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি ফল ও ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। নতুন ওই বিজ্ঞপ্তিতে দুই হাজারের বেশি ক্যাডার নিয়োগ দেওয়া হবে।
পিএসসির একটি সূত্র জানায়, ৪০ তম বিসিএস থেকে দুইজন পরীক্ষক লিখিতের খাতা দেখবেন। এক্ষেত্রে উভয় পরীক্ষকের নম্বর ব্যবধান যদি ২০ শতাংশের বেশি হয়; তবে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা চলে যাবে। এছাড়াও এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলীর ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় পৃথকভাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রশ্ন রাখা হবে বলে সূত্রটি জানায়।
প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ৪০তম বিসিএসে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, আনসার, কারিগরি ও পেশাগত ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) প্রায় ২ হাজার পদ রয়েছে। এর মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭৫, পররাষ্ট্রে ২৫, ইকোনমিক ক্যাডারে ৪৫, কর ক্যাডারে ২৪ জন, অডিটে ২২, শিক্ষায় দুই শতাধিক এবং আনসারে ১২ জন ক্যাডার নিয়োগ দেওয়া হতে পারে।